Recent Posts

কি ভাবে লিখবেন SEO Friendly Content ?

এই টিউটোরিয়াল এর মাধ্যমে আপনি সুন্দর ও মান স্মমত SEO Friendly Content কি ভাবে লিখতে পাড়েন সেই স্মমন্ধে পুরনাজ্ঞ ধারনা দিতে পারব আশা করছি। আপনি কিছু গুরুত্বপূর্ণ নিয়ম অনুসরণ ছাড়া সার্চ ইঞ্জিনে আপনার Content ভাল অবস্তানে আনতে আপনার জন্য খুব কঠিন হবে । আপনি যদি কনটেন্ট সাজানোর সময় কিছু নিয়ম অনুসরণ করেন, তাহলে আপনার কনটেন্টটি হতে পারে SEO Friendly Content। সবার মনে এখন একটি প্রশ্ন কি এই নিয়ম । হে এটি হচ্ছে On-Page Optimization। আপনার কনটেন্টটি সুন্দর করে সার্চ ইঞ্জিন এর কাছে উপস্তাপন করার একমাত্র মাধ্যম হচ্ছে On-Page Optimization , এতে কোরে আপনিও পেতে পারেন আপনার টার্গেট ভিজিটর ।
on page seo optimization image
on page seo
এই টিউটোরিয়ালটি আপনার জন্য কেন গুরুত্বপূর্ণ
  • এই টিউটোরিয়ালের মাধ্যমে আপনি জানতে পারেন আপনার ওয়েব সাইট বা কনটেন্ট Ranking এর জন্য গুরুত্বপূর্ণ টিপস ।
  • কিভাবে কনটেন্ট সাজালে আপনি পেতে পারেন বিপুল টার্গেট ভিজিটর ও SEO Friendly Content কি ভাবে লিখবেন তার উপর পরিপূর্ণ জ্ঞান ।
  • এই টিউটোরিয়াল টি ফলো করলে আপনিও হতে পারেন জনপ্রিয় ব্লগার ।
কি কি বিষয় থাকছে এই টিউটোরিয়ালে ।
Select Best Keyword
Write Article
Title Optimization
Put Keywords In Article Body
Use Bold and Italic
Use Keyword As h1,h2,h3 Tag
Content Length
Use Image and Optimize Image
Internal linking and External linking
Meta keyword and Description
Input keyword In url
  
Select Best Keyword
সেরা Keyword নির্বাচন SEO Friendly Content তৈরি করার জন্য খুবই গুরুত্বপূর্ণ । আপনি সেরা Keyword Research এর জন্য কিছু টুলস ব্যবহার করতে পারেন । আমার মতে সেরা Keyword Research টুলস হচ্ছে Google Adwords: Keyword Planner।আমি আমার কাজের ক্ষেত্রে Google Adwords: Keyword Planner কে বেশি প্রাধান্য দিয়ে থাকি । এখানে আপনি সবচেয়ে ভাল Keyword এর পরামর্শ পেতে পারেন । জানতে পারেন ট্রাফিক বিবরণ এবং আর অনেক কিছু । আপনাদের জন্য নিচে আরও ভাল Keyword টুলস এর Url দেওয়া হোল ।
google keyword research tools
Google-keyword-research

আমি মনেকরি সবগুলই খুব ভাল Keyword Research টুলস । আপনি Google এ Search দিয়ে আরও অনেক Keyword Research টুলস পাবেন ।
কিভাবে সেরা Keywords নির্বাচন করবেন ?
Step 1 : প্রথমে আপনার বিষয়ভিতিক Keyword নির্বাচন করুন ।
Step 2 : আপনার পছন্দের Keyword টুলস এ আপনার সেরা Keyword Research করুন ।
Step 3 : আপনি আপনার কাংখিত Keyword গুল পাবেন ইনশা-আল্লাহ ।
Step 4 : Research করা Keyword গুল থেকে আপনার   কাংখিত Keyword গুল নির্বাচন করুন ।
আমি মনেকরছি আপনি আপনার কনটেন্ট এর জন্য সেরা Keyword নির্বাচন করতে পারবেন । এই বেসিক নলেজটি আপনার মধ্যে না থাকলে আপনি SEO Friendly Content লিখতে পারবেন না ।
Write Article
একটি সুন্দর ও মানসম্পূর্ণ আর্টিকেল আপনার পণ্য বা সেবার মাকেটিং এর জন্য খুব গুরুত্ব পূর্ণ অবদান রাখে । আপনি কিছু নিয়ম ও পদ্দতি অনুসরণের মাধ্যমে আপনার সেবাটি সকলের ধার প্রান্তে উপস্তিত করতে পারেন । সধারনত যে কোন প্রোজেক্ট এ কাজ করতে গিয়ে আমি যে স্টেপ গুল ফল করি ।
Title Optimization
আপনার আর্টিকেল এর টাইটেলটি এমন ভাবে লিখুন যাতে টাইটেলে আপনার কাংখিত Keyword টি থাকে । যদি Keyword শুরুতেই থাকে তাহলে খুব ভাল । আপনার টাইটেলটি ৫ -৭০ ওয়ার্ড এর ভিতর হতে হবে ।Google বড় ধরনের টাইটেল পছন্দ করে না । শুধু Google নয় সব ধরনের Search Engine লম্বা টাইটেল পছন্দ করে না । আপনাকে Title Optimization এর এই নিয়মটি ফলো করতে হবে ।
title tag image
Title-tag best practice
Put Keywords In Article Body
আপনার কাংখিত Keywords Article এর ভেতর বেশকবার ব্যবহার করুন । কিন্তু আপনাকে মনে রাখতে হবে Keyword Density স্মমন্ধে ।1.80% – 2.50% এটি সার্চ ইঞ্জিন বটের জন্য সেরা Keyword Density। আপনার Keyword প্রথম ও শেষ 50 – 100 Word এর ভিতর রাখুন ।
Use Bold and Italic
অবশ্যই আপনার Keyword Bold and Italic কোরে ব্যবহার করবেন । এতে করে সার্চ ইঞ্জিন কাছে আপানার Keyword এর গুরুত্ব বারবে । সার্চ ইঞ্জিন খুব সহজেই বুজতে পারবে এটা কি ধরনের কনটেন্ট । তাই এদের ব্যবহার করবেন ।
heading tag
Use h1 – h2 – h3 Tag
Use Keyword As h1, h2, h3 Tags
আপনার Keyword টি h1 – h3 এই Heading Tag এর মধ্যে ব্যবহার করুন ।সার্চ ইঞ্জিন আপার কনটেন্ট কি বিষয়ভুক্ত তা খুজে পেতে সাহায্য করবে । তাছাড়াও  আপনার লেখাটির গুরুত্ব সবার সামনে তুলে ধরতে সহায়ক হবে । পাঠক আপনার কনটেন্ট এর হেড লাইন দেখে বুঝে নিবে  সম্পূর্ণ লেখাটির বিষয়বস্তু কি হতে পারে।
Content Length
আপনার Content Length অবশ্যই কমপক্ষে 500 Word হতে হবে । এখন এমন এক সময় যে ছোট বিষয় বস্তুর জন্য   সার্চ ইঞ্জিন থেকে টার্গেট ট্রাফিক পাওায়া খুব কষ্টকর । তাই আপনার কনটেন্ট এর বিষয় খুব ব্যাখ্যা মুলক হতে হবে । কমপক্ষে 500 Word এর ভাল কনটেন্ট হওয়া দরকার ।
Use Image and Optimize Images
Image ব্যবহার করা একটি আর্টিকেল এর জন্য খুবই গুরুত্বপূর্ণ । একটি Unique Image আপনার কাংখিত Visitor আনতে সাহায্য করবে । আপনাকে অবশ্যই মনে রাখতে হবে যে আপনি যে Image টি ব্যবহার করবেন তার সাইজ যাতে বড় না হয় । যাতে করে সাইট এর Loading Time বেড়ে না যায় । আপনার সাইটটি যদি বেশি Loading Time নেয় তাহলে Visitor বিরক্ত হতে পারে । আপনার সাইটটি ঠিকমত ওপেন হওয়ার আগেই Visitor চলে যেতে পারে , এতে করে আপনার সাইট এর Bounce রেট বেড়ে যেতে পারে । কনটেন্ট শিরোনাম হিসেবে Image শিরোনাম নির্বাচন করুন এবং Alt Tag এর তথ্য পূরণ করুন । এর ফলে সার্চ ইঞ্জিন   আপনার Image টি খুব সহজে Optimize করতে সুবেধা হবে ।
alt tag image
alt-tag
Internal Linking and External Linking
Internal Linking and External Linking সংযোগস্থাপন খুবই গুরুত্বপূর্ণ কিন্তু এটা বাদ্যতামূলক নয় । আপনি এটি ব্যবহার এর মাধ্যমে অন্য কোন লিঙ্ক থেকে আপনার টার্গেট Visitor পেতে পারেন ।Internal Linking এর জন্য আপনি আপনার আরেকটি কনটেন্ট লিঙ্ক সহ একটি Anchor Text করতে পারেন কিন্তু এটি প্রাসঙ্গিক হতে হবে । আপনি External Linking এর ক্ষেত্রে এই একই পদক্ষেপ অনুসরণ করতে পারেন ।Linking এর সময় আপনাকে অবশ্যই চিন্তা করতে হবে No-Follow এবং Do-Follow, সবচেয়ে গুরুত্বপূর্ণ হবে ঐটি নির্বাচন করুন ।
Meta Keyword And Description
আপনি Meta Keyword হিসেবে আপনার প্রধান Keyword যুক্ত করুন এবং 156 অক্ষরের মধ্যে আপনার কনটেন্ট সম্পর্কে ছোট বিবরন যোগ করুন । আপনি Meta Description এ বেশ কয়েকবার প্রধান Keyword ব্যবহার করতে পারেন ।
metatags
meta tags
Input Keyword In Url
আপনার Keyword টি Url এ ব্যবহার করুন । এটা আপনার বিষয়বস্তুকে খুজে পেতে খুবই সহায়ক হবে । আপনার Url টি অবশ্যই 10 Word এর মধ্যে হওয়া চাই এবং আপনি এই (-) চিহ্নটি প্রতিটি ওয়ার্ড এরপর ব্যবহার করতে পারেন । যেমন ঃ genesisblogs.com/ seo-optimized-content
আপনার Url এ Stop Word ব্যবহার করবেন না । সম্প্রতি সার্চ ইঞ্জিন Stop Word এর ব্যবহার পছন্দ করে না । যারা নতুন তারা ভাবছেন এই Stop Word আবার কি ? অনেক আবার প্রথম শুনেছেন মনে হবে ।How, When, In, a, an, The ইত্যাদি এইগুল হচ্ছে Stop Word এছড়াও আরও Stop Word রয়েছে । এই সম্বন্ধে আরও জান্তে এই Article একবার   পড়ে আসতে পারেন । সবার পুরনাজ্ঞ  ধারনা হবে ।
http://youtu.be/4gDgjOYl8g0
Before Publish
আপনার কনটেন্ট পাবলিশ কারার আগে আপনাকে আরও কিছু কাজ করতে হবে । আপনার কনটেন্ট কি পাঠ্যযোগ্য কিনা চেক করুন । আপনি একজন লেখক নয় পাঠক হিসেবে আপনার কনটেন্ট এর বিষয়গুল ভাল করে লক্ষ করুন । পাঠক এই কনটেন্ট পড়ে কুতটুকু উপক্রিত হবে সেদিকে নজর দিন । যদি আপনি English Content লিখেন তাহলে আপনাকে Spelling ও Grammar ঠিক আছে কিনা খুব ভাল করে চেক করুন । সবকিছু ঠিক থাকলে পাবলিশ করুন।
Share on Google Plus

About Engr. Rokon Khan

    Blogger Comment
    Facebook Comment

0 comments:

Post a Comment