Recent Posts

ফ্রিল্যান্সিংয়ে নতুন কিন্তু সফলদের আড্ডা (অতিথিঃ হৃদয় ভুইয়া)

নারায়নগঞ্জের ছেলে হৃদয় ভুইয়া (https://www.facebook.com/SuhridoyBhuiyan) গ্রাফিকস সম্পর্কিত কাজকেই অনলাইনে ক্যারিয়ারের জন্য বেছে নিয়েছেন। ফাইভার (fiverr.com) মার্কেটপ্লেসেই কাজ করছেন দেড় বছরধরে। এই অল্প সময়ে তার আয়টাও (১২লক্ষ্যের বেশি) যে কারও জন্য স্বপ্নের মত। তার সাথে আড্ডাটি যে কারও জন্যই অনুপ্রেরণাদায়ক হতে পারে।
হৃদয় ভুইয়া

১।  ফ্রিল্যান্সিংয়ে কিভাবে উদ্বুদ্ধ হয়েছিলেন? 

হৃদয়ঃ অনলাইন এ নানারকম আর্টিকেল পড়ে উদ্বুদ্ধহয়েছিলাম।

২।  কবে থেকে ফ্রিল্যান্সিং শুরু করেছিলেন? সাধারণত কি কাজ করেন?

হৃদয়ঃ  ২০১৩ এর শেষ থেকে শুরু করি। আমি একজন গ্রাফিক ডিজাইনার, তবে মূলত লোগো ডিজাইন এর কাজ বেশি করি।

৩। ফ্রিল্যান্সিংয়ের কাজ শিখেছিলেন কিভাবে?

হৃদয়ঃ ইন্টারনেট থেকে গাইডলাইন এবং অনেক অনেক অনুশীলন এর মাধ্যমে। তবে নিজেকে আরো বেশি দক্ষ্য করে তোলার জন্য কিছুদিন আগে ক্রিয়েটিভ আইটিতে হাইটেক পার্কের স্কলারশীপ পেয়ে সেখানে গ্রাফিকসের উপর কোর্স সম্পন্ন করি।

৪। কোন মার্কেটপ্লেসে কাজ করতে বেশি স্বাচ্ছন্দবোধ করেন? কেন?

হৃদয়ঃ ফাইভার এর মাধ্যমে অনেক ক্লাইন্ট পেয়েছি যাদের সাথে এখন সরাসরি ভালো রেট এ কাজ করি।

৫। ফ্রিল্যান্সিংয়ের কাজে প্রথমবার কত পেমেন্ট পেয়েছিলেন? কাজ কি ছিল? সেই টাকা দিয়ে কি করেছিলেন?

হৃদয়ঃ প্রথম কাজ ছিল ৫ ডলার এর। সেটা ছিল ইংলিশ টু বাংলা অনুবাদ এর কাজ।

৬। ফ্রিল্যান্সিং থেকে আয় করা পেমেন্ট কিভাবে উত্তোলন করেন?

হৃদয়ঃ পেওনিয়ার মাস্টার কার্ডের মাধ্যমে ।

৫। ফ্রিল্যান্সিং নিয়ে আপনার ভবিষ্যত পরিকল্পনা কি?

হৃদয়ঃ নারায়ণগঞ্জ এ আইটি ফার্ম করা ।

৬। এখন পযন্ত ফ্রিল্যান্সিং থেকে আনুমানিক কি পরিমাণ আয় করেছেন?

হৃদয়ঃ ১২ লক্ষের বেশি।

৭। ফ্রিল্যান্সিংয়ের কাজে আপনি দিনে কত ঘন্টা ব্যয় করেন? কোন সময়টিতে কাজ করতে স্বাচ্ছন্দবোধ করেন?

হৃদয়ঃ রাতের বেলা কাজ করতে বেশি ভালো লাগে। দৈনিক ৫-৬ কাজ করি।

৮। ফ্রিল্যান্সিংয়ের কাজ করতে আগ্রহীদের সফল হওয়ার পথে অন্তরায় কি বলে মনে করেন?

হৃদয়ঃ সঠিক গাইডলাইন সবচেয়ে জরুরি বলে মনে হয় আমার কাছে।

৯। অনলাইনে আয় করতে হলে কি কি প্রস্তুতি নিতে হবে বলে মনে করেন?

হৃদয়ঃ ধৈর্য্য সহকারে শিখান মনোভাব গড়ে তুলতে হবে।

১০। বাংলাদেশের যারা অনলাইনে আয় করতে ইচ্ছুক, তাদের জন্য আপনার পরামর্শটি জানান।

হৃদয়ঃ কেউ এসে আপনাকে কিছু শিখিয়ে দিবে, কেউ করে দিবে, এই মনোভাব ঝেড়ে ফেলে নিজেকে কৌতুহলী করে জানার চেষ্টা করুন।
Share on Google Plus

About Engr. Rokon Khan

    Blogger Comment
    Facebook Comment

0 comments:

Post a Comment