Recent Posts

ফ্রিল্যান্সিংয়ে নতুন কিন্তু সফলদের আড্ডা (অতিথিঃ সালাউদ্দিন ইশাদ)

চলতি বছরেই সালাউদ্দিন ইশাদের (https://www.facebook.com/blueskyeshad, fb page: https://www.facebook.com/designer.eshad ) ফ্রিল্যান্সিং ক্যারিয়ার শুরু। যাত্রা মাত্র শুরু। গ্রাফিকস ডিজাইন নিয়েই কাজ করছেন। গ্রাফিকস ডিজাইনার হিসেবে লোকাল চাকুরীর পাশাপাশি অনলাইনে আয় করছেন। নতুন ডিজাইনারদের জন্য অনেক কিছু পরামর্শ দিয়েছেন তার এই সাক্ষাৎকারে। আশা করি, নতুনদের অনেক উপকারে আসবে।
তার ফ্রিল্যান্সিং কাজের লিংকগুলোঃ https://www.freelancer.com/u/eshad222.htmlhttp://www.peopleperhour.com/freelancer/md-salauddin/graphics-designer/652210
eshad

১।  ফ্রিল্যান্সিংয়ে কিভাবে উদ্বুদ্ধ হয়েছিলেন?

ইশাদঃ ক্রিয়েটিভ আইটিতে কোর্স চলাকালিন সময়ে  ফ্রিল্যান্সিংয়ের বিষয়ে কাজ করতে উদ্বুদ্ধ হয়ে কাজ করা শুরু করি। সেখানেই কোর্সের সাথে আউটসোর্সিং কোর্সটা ফ্রি থাকে। তখনই অনলাইনে কাজ করার প্রতি আগ্রহ তৈরি হয়।

২।  কবে থেকে ফ্রিল্যান্সিং শুরু করেছিলেন? সাধারণত কি কাজ করেন?

ইশাদঃ ২০১৪ সালের জানুয়ারি মাস থেকে। আমি গ্রাফিকস ডিজাইন সম্পর্কিত কাজ করি।

৩। ফ্রিল্যান্সিংয়ের প্রথম কাজে ব্যাপারে কিছু বলবেন? বর্তমানে কি কাজ করছেন?

ইশাদঃ প্রথম পর্যায়ে অনেক বিড করতাম, অনেক কনটেস্ট করতাম। শুধু কয়েকটা স্টার ছাড়া আর কিছুই পেতাম না। তারপর আমি অনেকটা জেদ করেই কনটেস্ট করা শুরু করি। এক পর্যায়ে মে মাসে আমি freelancer এ $100 এর একটা কনটেস্ট জিতে যাই (https://www.freelancer.com/contest/Design-a-Logo-for-an-extreme-cross-country-obstacle-race-76933-byentry-2963078.html)। তারকিছু দিন পরেই এ আমি People Per Hour এ প্রথম কাজ পাই।  তখন থেকেই মনে হল এখন মনে হয় আমার পক্ষে সম্ভব। কিছুদিন পরে freelancer এ $189 এর আর একটা কনটেস্ট জিতে যাই (https://www.freelancer.com/contest/URGENT-Design-a-Logo-for-Sorted-for-79476-byentry-3059264.html)। এরপর থেকে মার্কেটপ্লেসে কাজ পাওয়া যেন আমার কাছে পানির মতো সহজ হয়ে গেছে। তখন থেকে আজ এই পর্যন্ত সার্থকতার সাথেই আমি মার্কেটপ্লেসে কাজ করে যাচ্ছি।

৪। ফ্রিল্যান্সিং থেকে আয় করা পেমেন্ট কিভাবে উত্তোলন করেন?

ইশাদঃ আমার পরিচিত এক বন্ধু ইংল্যান্ডে থাকে। তার মাধ্যমে পেপাল অ্যাকাউন্ট তৈরি করি। সেই অ্যাকাউন্টসের মাধ্যমে পেমেন্ট নিয়ে থাকি।

৫। ফ্রিল্যান্সিং নিয়ে আপনার ভবিষ্যত পরিকল্পনা কি?

ইশাদঃ ভবিষ্যতে অনেক বড়ভাবে কাজ করতে চাই। গ্রাফিকসের কাজের জন্য নিজের একটি বড় প্রতিষ্ঠান থাকবে, সেই স্বপ্ন দেখি, সেইভাবে প্রস্তুতিও নিচ্ছি।

৬। ফ্রিল্যান্সিংয়ের কাজে আপনি দিনে কত ঘন্টা ব্যয় করেন? কোন সময়টিতে কাজ করতে স্বাচ্ছন্দবোধ করেন?

ইশাদঃ দিনের বেলা অফিসে কাজ করি। সেজন্য রাত ছাড়া কাজ করার কোন উপায় নাই্। এখন সাধারণত রাতে ৩-৪ ঘন্টা কাজ করি। শুরুর দিকে প্রতিদিন ৮-১০ঘন্টার মত কাজ করতাম।

৭। আপনিতো একজন ডিজাইনার। ভালমানের ডিজাইনার হতে হলে নতুনদের জন্য কি পরামর্শ দিবেন?

ইশাদঃ  নতুন যারা গ্রাফিকস ডিজাইন সম্পর্কিত কাজকরতে আগ্রহী তাদের জন্য বলি, শুধু টুলস এর ভাল ব্যবহার শিখে মার্কেটপ্লেসে সফলতা অর্জন করা সম্ভব না। মার্কেটপ্লেসে কাজ করে সফলতা অর্জন করতে হলে আপনাকে অবশ্যই শুধু টুলস্ এর ব্যবহার না, ভাল মানের (আন্তর্জাতিক মানের) ডিজাইন করতে হবে।
এই জন্য আপনাকে যা যা করতে হবে তা হল :
* অনেক ভাল ভাল ডিজাইন সার্চ করে দেখতে হবে
* ভাল ডিজাইন গুলো কেন ভাল লাগছে এর কারণ খুঁজে বের করতে হবে
* ভাল ডিজাইন গুলোতে এমন কি করা হয়েছে যার জন্য ডিজাইনটা মনোমুগ্ধকর হয়েছে
* কোন ধরনের ফন্ট ব্যবহার করছে
* কোন কালার ব্যবহার করছে এবং কেন ব্যবহার করছে
* 99 design এ বিজয়ী হওয়া ডিজাইনগুলো analyse  করতে হবে

৮। আপনার আজকের এ অবস্থানের পিছনে কার কার অবদান রয়েছে বলে মনে করেন?

ইশাদঃ আমার এ পথচলায় আমি ধন্যবাদ জানাতে চাই  ক্রিয়েটিভ আইটির ম্যানেজিং ডিরেক্টর মনির হোসেন স্যার,  একই প্রতিষ্ঠানের মোঃ ইকরাম & উজ্জ্বল ভাই কে। যারা আমাকে অনেক সাহায্য ও সহযোগিতা করেছেন।
Share on Google Plus

About Engr. Rokon Khan

    Blogger Comment
    Facebook Comment

0 comments:

Post a Comment