Recent Posts

ফ্রিল্যান্সিংয়ে নতুন কিন্তু সফলদের আড্ডা (অতিথিঃ রাজীব-উর-রশীদ )

ফ্রিল্যান্সিংয়ে যাত্রা ৮মাসের। সময় হিসেবে অনেক অল্প সময়। তারপরও এ অল্প সময়েই ১০০০ডলার আয় করে ফেলেছেন। স্বপ্ন দেখেন আরও বড়। মাসে ২৫০০ডলার আয় করার লক্ষ্য নিয়ে নিজেকে প্রস্তুত করছেন এবং পরিশ্রম করে যাচ্ছেন। যার গল্প বলছি, তার নাম রাজীব-উর-রশীদ (ফেসবুক আইডিঃ https://www.facebook.com/shishir.razib.cse)। চাকুরী খুজতে গিয়ে সময় ব্যয় করেছেন প্রচুর, কিন্তু ব্যর্থ হয়েছেন। তারপর ওয়েবডিজাইন শিখলেন, মার্কেটপ্লেসে কাজ শুরু করলেন। সফলতার দেখাও পেয়েছেন। তার মার্কেটপ্লেস আইডি: https://www.odesk.com/users/~01c0b6778229efc105
জেনেসিসব্লগসের নতুন থীমটি রাজীবের করা। ধন্যবাদ জানাই তাকে এবং উজ্জ্বল ভবিষ্যতের জন্য দোয়া করি সবসময়। আজকে তার ইন্টারভিউটি প্রকাশ হবে সবার জন্য।
razib

১।  ফ্রিল্যান্সিংয়ে কিভাবে উদ্বুদ্ধ হয়েছিলেন?

রাজীবঃ বিশ্ববিদ্যালয় জীবনসমাপ্তির পর চাকরির জন্য apply করতে থাকি কিন্তু চাকরি পাচ্ছিলামনা । এক দিন ক্রিয়েটিভ আইটিতেওয়েবডিজাইনের উপর ইন্টার্নশীপ এর জন্য আবেদন করি এবং ইন্টার্নশীপ করার জন্য সুযোগ ও পাই । তারপর এ প্রতিষ্ঠানে ওয়েবডিজাইনওডেভেলপমেন্ট শেখা সমাপ্তির পর এ প্রতিষ্ঠানের ফ্রিল্যান্সিং বিষয়ক সেমিনারে অংশগ্রহণ করি  এবং সেখান থেকেই ফ্রিল্যান্সিং সম্পর্কে আগ্রহ তৈরি হয় এবং লোকাল চাকুরী না করার ব্যাপারে দৃড় প্রতিজ্ঞ হই।

 ২।  কবে থেকে ফ্রিল্যান্সিং শুরু করেছিলেন? সাধারণত কি কাজ করেন?

রাজীবঃ  ২০১৪এরমার্চ থেকে ফ্রিল্যান্সিং শুরু করি । আমি ওয়েবডিজাইন ও ডেভেলপমেন্ট এর কাজ করি ।

৩। ফ্রিল্যান্সিংয়ের কাজ শিখেছিলেন কিভাবে?

রাজীবঃ ক্রিয়েটিভ আইটিতে ওয়েবডিজাইন ও ডেভেলপমেন্ট এর কাজ শিখি। সেখানে যেকোন কোর্স করলেই সাথে ফ্রিল্যান্সিং কোর্সটি ফ্রি করা সম্ভব হয়। সেখান থেকেই শিখা। তাছাড়া ক্রিয়েটিভ আইটির প্রজেক্ট ম্যানেজার এবং জেনেসিসব্লগসের অ্যাডমিন, ইকরাম ভাইয়ের সহযোগিতা এবং পরামর্শ পেয়েছি সবসময়।

৪। কোন মার্কেটপ্লেসে কাজ করতে বেশি স্বাচ্ছন্দবোধ করেন? কেন?

রাজীবঃ oDesk মার্কেটপ্লেসে কাজ করতে বেশি স্বাচ্ছন্দবোধ করি । আমার কাছে এটা বেশি User Friendly মনে হয় তাই ।

৫। ফ্রিল্যান্সিংয়ের কাজে প্রথমবার কত পেমেন্ট পেয়েছিলেন? কাজ কি ছিল? সেই টাকা দিয়ে কি করেছিলেন?

রাজীবঃ ফ্রিল্যান্সিংয়ের কাজে প্রথমবার 25 ডলারপেমেন্ট পেয়েছিলাম । কাজটা ছিল এইচটিএমএলওসিএসএস এর।  পরিবারেরসদস্য এবং বন্ধুদের কে খাওয়াছি ।

৬। ফ্রিল্যান্সিং থেকে আয় করা পেমেন্ট কিভাবে উত্তোলন করেন?

রাজীবঃ আমি ব্যাংক এর মাধ্যমে উত্তোলন করি । ওডেস্ক থেকে সরাসরি ব্যাংকের মাধ্যমে টাকা উত্তোলনের সুযোগ রয়েছে।

৭। ফ্রিল্যান্সিং নিয়ে আপনার ভবিষ্যত পরিকল্পনা কি?

রাজীবঃ স্বপ্ন দেখি, মাসে 2500 ডলার আয় করব ও ওয়েবডিজাইনওডেভেলপমেন্টের সর্বোচ্চ স্তর এ কাজ করতে পারা ।

৮। এখন পযন্ত ফ্রিল্যান্সিং থেকে আনুমানিক কি পরিমাণ আয় করেছেন?

রাজীবঃ আমার যাত্রা বেশি দিনের নয়। তারপও এখন পযন্ত ফ্রিল্যান্সিং থেকে 1000 ডলার এর মত  আয় করেছি । সেজন্য আল্লাহর কাছে শুকরিয়া আদায় করছি।

৯। ফ্রিল্যান্সিংয়ের কাজে আপনি দিনে কত ঘন্টা ব্যয় করেন? কোন সময়টিতে কাজ করতে স্বাচ্ছন্দবোধ করেন?

রাজীবঃ ফ্রিল্যান্সিংয়ের কাজে আমি দিনে ১২ ঘন্টা ব্যয় করি । আমি রাতে কাজ করতে স্বাচ্ছন্দবোধ করি ।

১০। ফ্রিল্যান্সিংয়ের কাজ করতে আগ্রহীদের সফল হওয়ার পথে অন্তরায় কি বলে মনে করেন?

রাজীবঃ ভাল ইন্টারনেটসংযোগ ও ভাল প্রশিক্ষনের এর ব্যবস্থা কম থাকা ।

১১। অনলাইনে আয় করতে হলে কি কি প্রস্তুতি নিতে হবে বলে মনে করেন?

রাজীবঃ ভাল কাজ শিখতে হবে এবং ভাল পারতে হবে। তারপর থেকেই মার্কেটপ্লেসগুলোতে কাজের জন্য চেষ্টা শুরু করতে পারেন।

১২। বাংলাদেশের যারা অনলাইনে আয় করতে ইচ্ছুক, তাদের জন্য আপনার পরামর্শটি জানান ।

রাজীবঃ আপনি যেই কাজ এর মাধ্যমে অনলাইনে আয় করতে চান ঐ কাজটি অনেক ভাল করে শিখুন, অভিজ্ঞদের কাছ থেকে শিখুন। কাজ জানা থাকলে টাকার অভাব হবেনা।
Share on Google Plus

About Engr. Rokon Khan

    Blogger Comment
    Facebook Comment

0 comments:

Post a Comment