এসইও কাজ শিখে ঘরে বসেই মাসে আয় করছেন ৫০,০০০ – ৬০,০০০টাকা। স্বপ্ন
দেখতে স্বাধীন ব্যবসা করার। অনলাইনের ফ্রিল্যান্সিং কাজের কল্যানে সেই
স্বপ্নকে বাস্তবে পরিণত করতে পেরেছেন। তবে এ স্বপ্ন বাস্তবায়ন করার জন্য
তাকে প্রচুর পরিশ্রম, ধৈয্য নিয়ে কাজ শিখতে হয়েছে। অনেক দূর যাওয়ার স্বপ্ন
দেখেন। সেজন্য প্রতিনিয়ত শিখার জন্য অনেক সময় ব্যয় করেন।
১। ফ্রিল্যান্সিংয়ে কিভাবে উদ্বুদ্ধ হয়েছিলেন?
ফৌজিয়াঃ পড়াশোনা করে সবাই চায় ভাল একটা চাকুরি করতে
কিন্তু আমার ছোটবেলা থেকে ইচ্ছে ছিল পড়াশোনা শেষ করে স্বাধীন ব্যবসা করার।
কলেজে থাকতে একটি ফ্যাশন হাউজ ওপেন করি কিন্তু পড়াশোনা চাপে ব্যবসা ক্লোজ
করতে হয়। আমার আপু চাকরির পাশাপাশি odesk এ SEO এর কাজ করত আগে থাকেই।
হঠাৎ করে আপু অসুস্থ হওয়ায় , ওর সকল কাজ আমাকে বুঝিয়ে দিল করার জন্য।
ইচ্ছে না থাকার স্বত্ত্বেও কাজ শুরু করি। প্রথম প্রথম কয়েকদিন অনেক খারাপ
লাগত, সারাদিন কম্পিউটারের সামনে বসে থাকতে । কিন্ত কিছুদিন পর এই খারাপ
লাগাটা ভাল লাগাই পরিণত হয়ে গেল। আপু সুস্থ হল ও কাজে যোগ দিল । তার সাথে
সাথে আমি ও পার্মানেন্ট হয়ে গেলাম ফ্রিল্যান্সিং জগতে । স্বাধীনতাও খোজে
পেলাম ফ্রিল্যান্সিং এর মাধ্যমে।
২। কবে থেকে ফ্রিল্যান্সিং শুরু করেছিলেন? সাধারণত কি কাজ করেন?
ফৌজিয়াঃ ২০১১ সাল থেকে আমি ফ্রিল্যান্সিং ক্যারিয়ার
শুরু করি এবং SEO এর মাধ্যমে এই জগতে পদার্পন হয়।পরে ওয়েব ডিজাইন,
ই-মাকেটিং ও এস,এম,এম কাজ শিখি ।
৩। ফ্রিল্যান্সিংয়ের কাজ শিখেছিলেন কিভাবে?
ফৌজিয়াঃ আমার আপু ও ভাইয়ার কাছে আমার SEO প্রথম
হাতেখড়ি। এবং পরে google ও youtube এর সাহায্যে কাজ শিখতে থাকে। এবং BCC
থেকে ওয়েব ডিজাইন ও SME Foundation থেকে ই-মাকেটিং কোর্স সফলতার সাথে শেষ
করি । ক্রিয়েটিভ আইটিতে হাইটেক পার্কের অর্থায়নে আয়োজিত স্কলারশীপ
প্রোগ্রামের Advanced SEO কোর্স করার সুযোগ পাই। ক্রিয়েটিভ আইটির কোর্স এর
মাধ্যমে SEO উপর আমার ভিত্তিটা আরও শক্ত হয়েছে।
৪। কোন মার্কেটপ্লেসে কাজ করতে বেশি স্বাচ্ছন্দবোধ করেন? কেন?
ফৌজিয়াঃ আমি সবসময়ওডেস্কেকাজ করি। এখানে কাজ করাটা আমার কাছে নিরাপদ ও অনেক ইউজার ফ্রেন্ডলি মনে হয়।
৫। ফ্রিল্যান্সিংয়ের কাজে প্রথমবার কত পেমেন্ট পেয়েছিলেন? কাজ কি ছিল? সেই টাকা দিয়ে কি করেছিলেন?
ফৌজিয়াঃ প্রথম ২মাসে ৬৪০০০ টাকা পেয়েছিলামওডেস্কে থেকে। পরিবারের সবার জন্য শপিং করা হয়েছিল প্রথমে ।
৬। ফ্রিল্যান্সিং থেকে আয় করা পেমেন্ট কিভাবে উত্তোলন করেন?
ফৌজিয়াঃ সরাসরি ব্যাংক এ ট্রান্সফার ও পেওনিয়ার মাস্টার কার্ডের মাধ্যমে টাকা উত্তোলন করি ।
৭। ফ্রিল্যান্সিং নিয়ে আপনার ভবিষ্যত পরিকল্পনা কি?
ফৌজিয়াঃ আমি একটি টিম নিয়ে কাজ করি । আর তাই
আমারভবিষ্যৎপরিকল্পনা হচ্ছে এই টিমকে আর বড় করা এবং সবাই মিলে এক সাথে কাজ
করা । সাথে সাথে যারা ফ্রিল্যান্সিং এ ক্যারিয়ার গড়তে চাচ্ছে তাঁদের
সাহায্য করা ও সঠিক গাইড দেয়া ।
৮। ফ্রিল্যান্সিং থেকে আনুমানিক মাসিক কি পরিমাণ আয় করেছেন?
ফৌজিয়াঃ ইনকাম নিভর করে কাজের উপর। বেশি কাজ বেশি টাকা । আনুমানিক মাসিক গড়ে ৫০,০০০-৬০,০০০ টাকা ইনকাম হয় আমার ।
৯। ফ্রিল্যান্সিংয়ের কাজে আপনি দিনে কত ঘন্টা ব্যয় করেন? কোন সময়টিতে কাজ করতে স্বাচ্ছন্দবোধ করেন?
ফৌজিয়াঃ দিনে মিনিমাম ১০-১২ ঘণ্টা কাজ করে থাকি।
মাঝে মাঝে আরও অনেক বেশি সময় কাজ করতে হয়। সেটা কাজের চাপ উপর নির্ভর
করে। ইদানিং ক্রিয়েটিভে আইটিতে SEO এর গেস্ট ট্রেইনার হিসেবে আছি। তাই এখন
ঐখানেও কিছুটা সময় দেয়া হয়। আমার কাজের নির্দিষ্ট কোন সময় নাই, যখন বায়ার
চায় তখন কাজ করি ।
১০। ফ্রিল্যান্সিংয়ের কাজ করতে আগ্রহীদের সফল হওয়ার পথে অন্তরায় কি বলে মনে করেন?
ফৌজিয়াঃ আমাদেরধৈর্য অনেককম। আমরা না শিখি ,না
পরিশ্রমকরেইচাইইনকামকরতে।আর একারণটাইসফল নাহওয়ার পথে
অন্তরায়বলেমনেহয়।যেকোন একটা কাজেদক্ষহলেসফলতাআসবেই।তাই উচিত ভাল কোন
ট্রেনিং সেন্টার থেকে প্রফেশনাল কোর্স করা,
সাথেসাথেপ্রচুরপ্রাকটিসকরাতারপরকাজেনামা।
১১। অনলাইনে আয় করতে হলে কি কি প্রস্তুতি নিতে হবে বলে মনে করেন?
ফৌজিয়াঃ প্রথমতধৈর্য,পরিশ্রম,ইংরেজিতে যোগাযোগ করার দক্ষতা থাকতেহবেএবং যেকোনো একটি কাজে স্কিল হতে হবে ।
১২। বাংলাদেশের যারা অনলাইনে আয় করতে ইচ্ছুক, তাদের জন্য আপনার পরামর্শটি জানান।
ফৌজিয়াঃ কাজ শেখার থাকতে হবে ইচ্ছেশক্তি ও পরিশ্রম করার ধৈর্যশক্তি তবেইফ্রিল্যান্সিং আপনার জন্য ।
0 comments:
Post a Comment