Recent Posts

ফ্রিল্যান্সিংয়ে নতুন কিন্তু সফলদের আড্ডা (অতিথিঃ সুমন রানা)

সুমন রানা ১ বছর যাবৎ এসইও বিষয়ক  কাজ করে আসলেও জেনেসিসব্লগসে প্রকাশিত ক্রিয়েটিভ আইটির ইমেইল মার্কেটিং প্রশিক্ষক ,হাবিবুর রহমান দীপুর লেখা ইমেইল মার্কেটিংয়ের উপর ধারাবাহিক আর্টিকেল (http://genesisblogs.com/author/tutodipu) পড়ে এ  ইমেইল মার্কেটিং শিখেছেন। এখন সেই কাজ করেই  অনলাইনে আয় করছেন বেশি। ইতিমধ্যে বড় একটি টীম গঠন করে কাজ করছেন, সামনে আরও বড় টীমের প্রয়োজন হবে তার। জেনেসিসব্লগসের পক্ষ হতে তার সুন্দর ভবিষ্যতের জন্য শুভকামনা রইল। তার  ফেসবুক আইডিঃ https://www.facebook.com/sumanrana4021

dipu

১। ফ্রিল্যান্সিংয়ে কিভাবে উদ্বুদ্ধ হয়েছিলেন?

সুমন রানাঃ  ফ্রিল্যান্সিংয়ে উদ্বুদ্ধ হই আজ হতে ৩ বছর আগে  একটি টিভি চ্যানেলের একটি প্রতিবেদন দেখে । বাংলাদেশের একজন ফ্রিল্যান্সার ঘরে বসে ৩লক্ষ টাকা আয় করতেন বলে ঐ প্রতিকবদনে দেখানো হয়েছিল । আর ঐ প্রতিবেদন দেখার পর থেকেই নিজেকে একজন সফল ফ্রিল্যান্সার হিসেবে গড়ে তোলার স্বপ্ন দেখি ।

২। কবে থেকে ফ্রিল্যান্সিং শুরু করেছিলেন? সাধারণত কি কাজ করেন?

সুমন রানাঃ খুব বেশী দিন নয় .. এই বছরখানেক হলো বিভিন্ন মার্কেটপ্লেসে কাজ শুরু করেছি । ইমেইল মার্কেটিং , এস এম এম,  , এস.ই.ও  এবং  অ্যফিলিয়েসন এর কাজ করে থাকি….

৩। কিছুদিন পূর্বে দেখলাম ইমেইল মার্কেটিং এর একটি প্রতিযোগীতায় আপনি বিজয়ী হয়েছেন।

সুমন রানাঃ  জ্বী হ্যা ..  Emailmarketers Bd group এর Email template design এর একটি প্রতিযোগীতায় আমি বিজয়ী হয়েছিলাম….. এখানে একটা কথা বলা দরকার template design আমি আগে থেকে করতান না বা জানতাম না …………………… ক্রিয়েটিভ আইটির, দীপু ভাই এর টিউটরিয়াল দেখেই আমার template design……… হয়ে উঠা আর এ জন্য সকল কৃতিত্ত্ব পাওয়ার দাবীদার দীপু ভাই ।

৪। ফ্রিল্যান্সিংয়ের কাজ শিখেছিলেন কিভাবে?

সুমন রানাঃ  প্রথমে নিজে নিজে শিখি । পরবর্তীতে ক্রিয়েটিভ আইটি ফ্রি কোর্সের অফারে আবেদন করি এবং স্কলারশীপ পেয়ে সেখানে এসইও র কোর্স করি। আর সেই কোর্সটি আমার জীবনে ব্যপক পরিবর্তন এনে দেয়। সেখানে এ ফ্রি কোর্সের সাথে আরও অতিরিক্ত পাই, দীপু ভাইয়ের তত্ত্বাবধানে ৫টি ইমেইল মার্কেটিংয়ের ক্লাশ।  আগে থেকেই জেনেসিসব্লগসে প্রকাশিত দীপু ভাইয়ের লেখা ইমেইল মার্কেটিংয়ের উপর আর্টিকেল পড়ে শিখেছিলাম অনেক কিছু্। পরে ক্রিয়েটিভ আইটির কল্যানে সরাসরি ওনার কাছ থেকে ক্লাশ করার সুযোগ পাই।

৫। কোন মার্কেটপ্লেসে কাজ করতে বেশি স্বাচ্ছন্দবোধ করেন? কেন?

সুমন রানাঃ ইল্যান্স- ওডেস্ক কাজের পরিমাণ প্রচুর হলেও আমি মুলত এর বাহিরেই বেশিরভাগ কাজা করে থাকি।আর্থিক বিষয়টি ভালভাবে মাথায় রাখতে গিয়েই আমি  ইল্যান্স- ওডেস্ক এর বাহিরের কাজ বেশি করি।

৬। ফ্রিল্যান্সিংয়ের কাজে প্রথমবার কত পেমেন্ট পেয়েছিলেন? কাজ কি ছিল? সেই টাকা দিয়ে কি করেছিলেন?

সুমন রানাঃ  প্রথম যে কাজটা পাই ….  মনে পড়েছে   ৫৫০ ডলারের একটা কাজ পেয়েছিলাম আর সেই টাকা দিয়ে ঈদের কেনাকাঠা সহ বন্ধু বান্ধবকে নিয়ে পার্টি দেই।

৭। ফ্রিল্যান্সিং থেকে আয় করা পেমেন্ট কিভাবে উত্তোলন করেন?

সুমন রানাঃ পেপাল নাই তাই আর কি করার  .. বেশি টাকা খরচ করে ব্যাংকের মাধ্যমে টাকা উত্তোলন করে থাকি ।

৮। ফ্রিল্যান্সিং নিয়ে আপনার ভবিষ্যত পরিকল্পনা কি?

সুমন রানাঃ ফ্রিল্যান্সিং এর বিকাশ ঘটিয়ে প্রত্যেক উপজেলা পর্যায়ে ফ্রিল্যাংন্সিং কে পৌছে দেয়া সহ আমি নিজে দেশের সেরা ১০ ফ্যিল্যান্সার এর ১জন হতে চাই। এছাড়া আমি নিজে একটি আটি প্রতিডষ্ঠান গড়ে তুলতে চাই।

৯। এখন পযন্ত ফ্রিল্যান্সিং থেকে আনুমানিক কি পরিমাণ আয় করেছেন?

সুমন রানাঃ গোপন বলে তো একটা ব্যাপার থেকেই যায় তাইনা। যাই হোক আমি বর্তমানে ও অনেক কাজ করতেছি পাশাপাশি ২০জন ফ্রিল্যান্সার দিয়ে কাজ করাচ্ছি। এছাড়াও আমার হাতে নতুন একটি প্রজেক্ট রয়েছে যেখানে আমার প্রায় ১০০জন এর বেশী ফ্রিল্যান্সার প্রয়োজন হবে।

১০। ফ্রিল্যান্সিংয়ের কাজে আপনি দিনে কত ঘন্টা ব্যয় করেন? কোন সময়টিতে কাজ করতে স্বাচ্ছন্দবোধ করেন?

সুমন রানাঃ দিনে তো প্রায় ১৪-১৫ ঘন্টা কাজ করি..  তবে রাতেই কাজ করতে স্বাচ্ছন্দবোধ করি…

১১। ফ্রিল্যান্সিংয়ের কাজ করতে আগ্রহীদের সফল হওয়ার পথে অন্তরায় কি বলে মনে করেন?

সুমন রানাঃ  ইন্টারনেট স্পীড, এর খরচ এবং বিদ্যুৎ  আপাতত তিন সমস্যাকেই  সবচাইতে বড় বাধা মনে হচ্ছে।

১২। অনলাইনে আয় করতে হলে কি কি প্রস্তুতি নিতে হবে বলে মনে করেন?

সুমন রানাঃ  প্রথমে চিন্তা করুন কোন কাজে আপনার আগ্রহ বেশী..  কোন কাজ আপনি আগে থেকে জানেন..
তারপর মাইনড সেট করুন একটি কাজের প্রতি .. ভালো করে আমি আবার বলছি খুব ভালো করে নিজেকে রেডি করুন .. জানুন শিখুন ….

১৩। বাংলাদেশের যারা অনলাইনে আয় করতে ইচ্ছুক, তাদের জন্য আপনার পরামর্শটি জানান।

সুমন রানাঃ  আমাকে বললে তো আমি বলবো সোজা ক্রিয়েটিভ আইটিতে চলে যান এই মুহুর্তে তারা এখন সেরা প্রতিষ্ঠান। তাছাড়া সরকার উপজেলা পর্যায়ে ফ্যিল্যান্সিং এর উপর বিভিন্ন প্রজেক্টের ট্রেনিং দিচ্ছে। সেখানথেকে ফ্যিল্যানন্সিং শিখে কাজ শুরু করতে পারেন।

১৪। বর্তমান সরকার ফ্রিল্যান্সিং এর উপরে অনেক গরুত্ব আরোপ করেছে, একজন ফ্রিল্যান্সার হিসাবে সরকারের কাছে আপনার প্রত্যাশা কি?

Share on Google Plus

About Engr. Rokon Khan

    Blogger Comment
    Facebook Comment

0 comments:

Post a Comment