Recent Posts

ফ্রিল্যান্সিংয়ে নতুন কিন্তু সফলদের আড্ডা (অতিথিঃ আকাশ রহমান)

ইমেইল মার্কেটিং নিয়ে আউটসোর্সিং কাজ শুরু করলেও বর্তমানে গ্রাফিক ডিজাইন কাজ শিখে এ বিষয়ে অনলাইনে কাজ করছেন। গত ৬মাসে গ্রাফিক সম্পর্কিত কাজ করে আয় করেছেন ৩,৫০০ ডলারেরও বেশি।  কাজ করার জন্য মার্কেটপ্লেস হিসেবে বেছে নিয়েছেন ওডেস্ক এবং ফাইভারকে। যদিও বর্তমানে মার্কেটপ্লেসের বাইরে গিয়ে সরাসরি ক্লায়েন্ট থেকেই বেশি কাজ পাচ্ছেন। এখনও আরও বেশি শিখছেন। কারণ স্বপ্ন যে অনেক দূর যাওয়ার।
akash-3

১।  ফ্রিল্যান্সিংয়ে কিভাবে উদ্বুদ্ধ হয়েছিলেন?

আকাশ রহমানঃ ছোটবেলা থেকেই কম্পিউটার এর প্রতি একটু বেশি ঝোঁক ছিল । আর যেইদিন থেকে জানলাম অনলাইন এ ইনকাম করা সম্ভব সেইদিন থেকেই ইচ্ছা জাগে আমিও একদিন অনলাইন এ কাজ করব। একটা সময় ছিল বাহিরে কোথাও অনলাইন আরনিং এর কোর্স সম্পর্কিত কোন লেখা দেখলেই সাথে সাথে মোবাইল নাম্বার টা সেভ করে রাখতাম ।

 ২।  কবে থেকে ফ্রিল্যান্সিং শুরু করেছিলেন? সাধারণত কি কাজ করেন?

আকাশ রহমানঃ ফ্রীলান্সিং শিখব শিখব করে অবশেষে ২০১৩ সাল এর ফেব্রুয়ারী মাস এ ডেভসটীম থেকে ইমেইল মার্কেটিং এর উপর একটা প্রফেশনাল কোর্স করি।কিন্তু কিছু ক্লাস মিস হওয়াতে ইমেইল মার্কেটিং টা খুব বেশি করা হয় নি।তারপর ২০১৪ সাল এর শুরুর দিকে ক্রিয়েটিভ আইটিতে প্রফেশনালগ্রাফিক্স ডিজাইন কোর্স করি।কিন্তু তখনও ৮-৯ টা ক্লাস এর বেশি অংশগ্রহণকরা হয়নি(আমি খুব ই অলস মানুষ :p)।কিন্তু ঐ ক্লাস গুলোতে যা শিখেছি তা দিয়েই টুকটাক কাজ শুরু করেছি প্রায় ৬ মাস আগে থেকে।আমি সাধারণত বুক কভার এবং ওয়েবসাইট বেনার ডিজাইন করি।তবে ইচ্ছা আছে আরও অনেক কিছু শিখার ।

 ৩। ফ্রিল্যান্সিংয়ের কাজ শিখেছিলেন কিভাবে?

আকাশ রহমানঃ শুরুটা হয় ডেভসটীম থেকে।ডেভসটীম এর পলাশ ভাই খুব ভাল ক্লাস নিতেন।আর ক্রিয়েটিভ আইটি এর মনির হোসেন স্যার এর 99design সম্পর্কিত আলোচনা খুবই অনুপ্রেরণাদায়ক। বর্তমানে ক্রিয়েটিভ আইটিতে ফ্রিল্যান্সিংয়ের ফ্রি ক্লাস গুলোতে অংশগ্রহণ করছি যা এক কথায় অসাধারণ(CREATIVE IT তে যেকোনো কোর্স করলেই ফ্রিলান্সিং কোর্স ফ্রি)।

৪। কোন মার্কেটপ্লেসে কাজ করতে বেশি স্বাচ্ছন্দবোধ করেন? কেন?

আকাশ রহমানঃ oDesk এবং Fiverr এ কাজ করতে বেশি পছন্দ করি।আমার কাছে এ দুটি সাইট এ কাজ করা বেশি সুবিধাজনক মনে হয়। In fact আমি অন্য কোন মার্কেটপ্লেসে কাজ করি না ।তবে ইচ্ছা আছে যখন আরও ভালভাবে কাজ শিখার পর যখন প্রফেশনাললি শুরু করব তখন অন্য মার্কেটপ্লেসে কাজ করার।
odesk profile

৫। ফ্রিল্যান্সিংয়ের কাজে প্রথমবার কত পেমেন্ট পেয়েছিলেন? কাজ কি ছিল? সেই টাকা দিয়ে কি করেছিলেন?

আকাশ রহমানঃ ফ্রিল্যান্সিংয়ের কাজে প্রথমবার ১৫১ ডলার পেয়েছিলাম ইমেইল মার্কেটিং এর কোর্স করার পর এবং কাজটা ছিল ফেসবুক মার্কেটিং এবং কিছু টার্গেটেড মানুষ কে ইমেইল পাঠানো।

৬। ফ্রিল্যান্সিং থেকে আয় করা পেমেন্ট কিভাবে উত্তোলন করেন?

আকাশ রহমানঃ আমি সাধারণত Paypal এবং Payoneer Mastercard দিয়ে পেমেন্ট উত্তোলন করি।

৭। ফ্রিল্যান্সিং নিয়ে আপনার ভবিষ্যত পরিকল্পনা কি?

আকাশ রহমানঃ ইচ্ছা আছে বড় একজন Freelancer হওয়ার এবং ভবিষ্যৎ এ অন্যদের দক্ষতা উন্নয়নে কাজ করার।

৮। এখন পযন্ত ফ্রিল্যান্সিং থেকে আনুমানিক কি পরিমাণ আয় করেছেন?

আকাশ রহমানঃ ক্রিয়েটিভ আইটি থেকে কোর্স করার পর গত ৬ মাস এ প্রায় ৩,৫০০ ডলার এর মত আয় করেছি।কারন  খুব বেশি সময় দিতে পারি নি ফ্রীলান্সিং এ।

৯। ফ্রিল্যান্সিংয়ের কাজে আপনি দিনে কত ঘন্টা ব্যয় করেন? কোন সময়টিতে কাজ করতে স্বাচ্ছন্দবোধ করেন?

আকাশ রহমানঃ ফ্রিল্যান্সিংয়ের কাজে কত ঘণ্টা ব্যয় করি তা নির্দিষ্ট করে বলা একটু কঠিন।তবে খুব বেশি সময় দেয়া হয়না।রাত ১২ টার পর কাজ করতে বেশি স্বাচ্ছন্দবোধ করি। তবে গ্রাফিক ডিজাইন আরও ভালভাবে শিখার জন্য প্র্যাকটিসে অনেক সময় দিচ্ছি।

১০। ফ্রিল্যান্সিংয়ের কাজ করতে আগ্রহীদের সফল হওয়ার পথে অন্তরায় কি বলে মনে করেন?

আকাশ রহমানঃ দক্ষ না হয়েই কাজ শুরু করা।আমার গ্রাফিক ডিজাইনের সব ক্ষেত্রে  দক্ষতা খুব বেশি না কিন্তু যতটুকু জানি মোটামুটি ভালভাবেই জানি।
akash-1

১১। অনলাইনে আয় করতে হলে কি কি প্রস্তুতি নিতে হবে বলে মনে করেন?

আকাশ রহমানঃ কাজের উপর খুব ভাল দক্ষতা অর্জন করতে হবে। নিয়মিত চর্চা করতে হবে। ভালভাবে ইংরেজি জানতে হবে।

১২। বাংলাদেশের যারা অনলাইনে আয় করতে ইচ্ছুক, তাদের জন্য আপনার পরামর্শটি জানান।

আকাশ রহমানঃ যে কাজটি করবেন সেই কাজ এ খুব দক্ষ হতে হবে। নিয়মিত চর্চা করতে হবে। আর আমাদের দেশে ইংরেজি না জানার সমস্যা অনেকের মাঝেই লক্ষ করা যায়। তাই ভালভাবে ইংরেজি শিখুন। শুরুর দিকে সফল না হলে কখনই হাল ছাড়বেন না।এক সময় সাফল্য আসবেই।
Share on Google Plus

About Engr. Rokon Khan

    Blogger Comment
    Facebook Comment

0 comments:

Post a Comment