অনলাইনের সহযোগিতা নিয়েই সম্পূর্ণ নিজের চেষ্টাতে কাজ শিখে মতিউর রহমান (
https://www.facebook.com/motiursumon)
ওডেস্কে কাজ করছেন অনেকদিন হলো। এসইও, এস.এম.এম এবং আর্টিকেল রাইটিংয়ের
কাজটিকেই বেশি প্রাধান্য দিয়েছেন। সেই সাথে ব্লগিং করছেন নিয়মিত। অনলাইনে
কাজ করতে হলে স্কীল হওয়ার বিকল্প নাই। আর সেজন্যই নিজেকে আরও বেশি আপডেট
করার জন্য ডেভসটীম থেকে ব্লগিং এবং অ্যাফিলিয়েট মার্কেটিং এর কোর্স করেছেন
আর ক্রিয়েটিভ আইটি থেকে স্কলারশীপ নিয়ে গ্রাফিকস কোর্স সম্পন্ন করেছেন। তার
মার্কেটপ্লেস আইডিঃ
https://www.odesk.com/companies/Motiur-Rahman_~01a4eba0b3bb6a0e30
১। ফ্রিল্যান্সিংয়ে কিভাবে উদ্বুদ্ধ হয়েছিলেন?
মতিউরঃ আমার এক আত্মীয়র মাধ্যম যিনি তখন মাসে প্রচুর
টাকা আয় করতেন। অডেস্কে একদিন উনাকে ইংলিশে একটা স্কিল টেস্ট দিয়ে দেই এবং
ভালো মার্কস পাইয়ে দেই। আর এভাবেই ফ্রিল্যান্সিংয়ে উদ্বুদ্ধ হয়েছিলাম কারণ
সে ইংলিশে কাঁচা হয়ে যদি ফ্রিল্যান্সিং করে প্রচুর আয় করতে পারে তাহলে আমি
কেনো পারবো না!
২। কবে থেকে ফ্রিল্যান্সিং শুরু করেছিলেন? সাধারণত কি কাজ করেন?
মতিউরঃ আমি ২০১০ থেকে ফ্রিল্যান্সিং শুরু করেছিলাম।
সাধারণত এস.ই.ও, এস.ই.এম, এস.এম.এম. এবং আর্টিকেল রাইটিং কাজ ই বেশি করে
থাকি। পাশাপাশি ব্লগিং করি।
৩। ফ্রিল্যান্সিংয়ের কাজ শিখেছিলেন কিভাবে?
মতিউরঃ আমার সেই আত্মীয় আমাকে হাতে খড়ি দিয়েছিলেন
কিন্তু সব কাজ মূলত অনলাইন থেকে শিখেছি। পরবর্তীতে ২০১৩ সালে Devs Team
থেকে Blogging and Affiliate Marketing কোর্স এবং ২০১৪ সালে Creative IT
থেকে Graphics Design কোর্স সম্পূর্ণ করি।
৪। কোন মার্কেটপ্লেসে কাজ করতে বেশি স্বাচ্ছন্দবোধ করেন? কেন?
মতিউরঃ অডেস্কে কাজ করতে বেশি স্বাচ্ছন্দবোধ করি কারণ অডেস্কে থেকেই আমার শুরু এবং এখানেই কাজ পাওয়া তুলনামূলক সহজ মনে হয় আমার কাছে।
৫। ফ্রিল্যান্সিংয়ের কাজে প্রথমবার কত পেমেন্ট পেয়েছিলেন? কাজ কি ছিল? সেই টাকা দিয়ে কি করেছিলেন?
মতিউরঃ ফ্রিল্যান্সিংয়ের কাজে প্রথমবার ৭০ ডলারের মতো
পেমেন্ট পেয়েছিলাম। কাজটি ছিলো একটা সাইটের জন্য ব্যাকলিংক তৈরি করা। ওই
প্রোজেক্ট করেই সে টাকা দিয়ে কিছু করি নাই। এর পর আরও দুইটি প্রোজেক্ট পেয়ে
যাই। প্রথম উইথড্র দিয়ে একটা ল্যাপটপ আর একটা ক্যামেরা কিনেছিলাম।
৬। ফ্রিল্যান্সিং থেকে আয় করা পেমেন্ট কিভাবে উত্তোলন করেন?
মতিউরঃ ফ্রিল্যান্সিংয়ের শুরুতে মানি বুকারস থেকে
পেমেন্ট উত্তোলন করতাম আর এখন সরাসরি ব্যাংক এ উত্তোলন করি। কারণ ব্যাংক
থেকে এখন অনেক দ্রুত আর সহজেই টাকা উত্তোলন করা যায়।
৭। ফ্রিল্যান্সিং নিয়ে আপনার ভবিষ্যত পরিকল্পনা কি?
মতিউরঃ ভবিষ্যতে একজন সফল উদ্যোক্তা হওয়ার পরিকল্পনা আছে। নিজের কিংবা পরিচিত এবং অপরিচিত সকলের দক্ষতা উন্নয়নের জন্য কাজ করে যেতে চাই।
৮। এখন পযন্ত ফ্রিল্যান্সিং থেকে আনুমানিক কি পরিমাণ আয় করেছেন?
মতিউরঃ এখন পযন্ত ফ্রিল্যান্সিং থেকে কি পরিমাণ আয়
করেছি তা হিসাব করা বেশ কষ্টকর ব্যাপার। তবে আনুমানিক বললে তা বিশ হাজার
ডলারের উপরেই হবে।
৯। ফ্রিল্যান্সিংয়ের কাজে আপনি দিনে কত ঘন্টা ব্যয় করেন? কোন সময়টিতে কাজ করতে স্বাচ্ছন্দবোধ করেন?
মতিউরঃ দিনে ১৫ থেকে ১৮ ঘন্টা ব্যয় করতেই হয়। কাজের
প্রয়োজনে এর কম বা বেশিও হয়ে যায়। রাতে খাবার পর কাজ করতে বেশি
স্বাচ্ছন্দবোধ করি কারণ তখন জালানোর মতো আর কেউ ই পাশে থাকে না। হা হা হা
১০। ফ্রিল্যান্সিংয়ের কাজ করতে আগ্রহীদের সফল হওয়ার পথে অন্তরায় কি বলে মনে করেন?
মতিউরঃ কাঙ্ক্ষিত দক্ষতা অর্জন করতে না পারাই সফল হওয়ার পথে প্রধান অন্তরায়। এছাড়া মাঝ পথে হাল ছেড়ে দেয় অনেকে, যা মোটেও উচিত না।
১১। অনলাইনে আয় করতে হলে কি কি প্রস্তুতি নিতে হবে বলে মনে করেন?
মতিউরঃ অনলাইনে আয় করতে হলে সবার আগে একটি দীর্ঘমেয়াদি
পরিকল্পনা থাকা উচিত। যে কাজটি করবেন তা অবশ্যই নিজের প্যাশন থেকে করতে
হবে। প্যাশন থাকলে খুব সহজেই কাজ শিখে ফেলতে পারবেন। আর ভালো ভাবে কাজ শিখে
ফেললেই তো শুরু হয়ে যাবে অনলাইনে আয় করা।
১২। বাংলাদেশের যারা অনলাইনে আয় করতে ইচ্ছুক, তাদের জন্য আপনার পরামর্শটি জানান।
মতিউরঃ সবার আগে অবশ্যই ইংরেজিতে ভালো দক্ষতা আনতে
হবে। ইংরেজিতে ভালো দখল না থাকলে ফ্রিল্যান্সিংয়ে আসা উচিত না। আর যে
সেক্টরে আপনি আসতে চাচ্ছেন, তা আপনার জন্য কতোটা উপযুক্ত সেটা অবশ্যই
নিশ্চিত হয়ে নেবেন। যখন আপনি নিশ্চিত এবং অনেক খানি পথ পারি দিয়েছেন, তখন
দয়া করে কেউ পিছনে ফিরে আসবেন না। কাঙ্ক্ষিত পথের সন্ধান না পেলে প্রয়োজনে
অভিজ্ঞদের সাহায্য নিন। আশা করি সফলতা একদিন আপনার কাছে ধরা দেবেই।
0 comments:
Post a Comment